অভিযাত্রিকের ফল উৎসব ও সাপ্তাহিক সাহিত্য আসর
স্টাফ রিপোর্টারঃ অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ এর উদ্যোগে ফল উৎসব ও সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১০ জুন) বিকেলে টাউনহল চত্বর সংগঠনের নিজস্ব কার্যালয়ে বাংলার মধু মাস উপলক্ষে ফল উৎসবের আয়োজন করে সংগঠনটি। আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, লটকন, আনারস, তরমুজসহ প্রায় ২০ প্রকারের ফল ছিল এই উৎসবে।
এসময় ফারহান শাহিল লিয়ন এর পরিচালনায় গান পরিবেশিত হয়।
ফল উৎসব শেষে অভিযাত্রিকের ২২৪০ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রানা মাসুদ এর সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক মাসুদ বশীর এর সঞ্চালনায় কবিতা পাঠে অংশ নেন সালমা সেতারা, সিরাজুন নাহার সাথী, তৈয়বুর রহমান বাবু, দেলোয়ার হোসেন রংপুরী, হাই হাফিজ,
জাহিদ হোসেন, কামরুজ্জামান দিশারি, ডিকু, মাসুম মোরশেদ, মইনুল ইসলাম, মারিয়া সুলতানা, রায়হান আহমেদ রিমন, রিয়াজুল হকসহ অন্যান্য কবি সাহিত্যিকবৃন্দ। ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম।
সবশেষে অভিযাত্রিকের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর পর্যালোচনা অনুষ্ঠিত হয়।