মিঠাপুকুরে মাদকের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৃধার অভিযান
স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুরে মাদক সেবনের দায়ে ৫ ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছে মোবাইল কোর্ট।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা মোবাইল কোর্ট পরিচালনা করে এ সাজা প্রদান করেন।
উপজেলার রানীপুকুর এলাকায় মোঃ শাহজাদা (১৯), মোঃ নুর হক (৪০), মোঃ রুকুনুজ্জামান (২৮), মোঃ ইউনুস আলী (৪৫) এবং মোঃ আইয়ুব আলী (৫৫) নামক ৫ ব্যক্তিকে মাদক সেবন অবস্থায় পাওয়া যায়। এসময় তাদের কাছ থেকে মাদকসামগ্রী জব্দ করা হয়।
এসময় তাদের ৫ জনকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে একশত টাকা করে জরিমানা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ সদস্যগণ সহায়তা করেন।