রংপুরের তরুণ সংগীতশিল্পী অন্তর রহমান পেলেন এটিএন বাংলা বাবিসাস অ্যাওয়ার্ড
খবর বিজ্ঞপ্তির॥ উত্তরবঙ্গ থেকে এই প্রথম (এটিএন বাংলা) বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ড পেলেন রংপুরের তরুণ সংগীতশিল্পী অন্তর রহমান। শনিবার (২২ জানুয়ারী) কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ এর মিলনায়তনে অনুষ্ঠিত বাবিসাস এ্যাওয়ার্ড ২০১৯-২০-২১ এর অনুষ্ঠানে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী শ.ম. রেজাউল করিম, ফোক স¤্রাজ্ঞী মমতাজ বেগম এম.পি এর হাত থেকে এ্যাওয়ার্ড গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি বাবিসাস এর প্রেসিডেন্ট আবুল হোসেন মজুমদার, এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নাগরিক ঢাকার সভাপতি এম নাইম হোসেন। রংপুরের তরুণ সংগীতশিল্পী অন্তর রহমান ইতিমধ্যে বিভিন্ন স্থানে স্টেজ শো করে বাংলাদেশের মানুষের মন জয় করেছে। এদিকে সংগীত শিল্পী অন্তর রহমান বাবিসাস এ্যাওয়ার্ড পাওয়ায় রংপুর সিটি প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবনসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য অন্তর রহমান সিটি প্রেসক্লাব রংপুরের আজীবন সদস্য।