রংপুরে গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সম্মেলন ও নাট্যোৎসব
স্টাফ রিপোর্টার॥ রংপুরে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সম্মেলন, গুণীজন সম্মাননা ও নাট্যোৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৫ ফেব্রুয়ারী) সকালে টাউনহলে “মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়” এই শ্লোগানকে সামনে রেখে রংপুর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বিভাগীয় সম্মেলনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য রাজ্জাক মুরাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দন রেজা, সভাপতিমন্ডলীর সদস্য অনন্ত হীরা ও নাজিম উদ্দিন জুয়িলাস, সম্পাদক দপ্তর খোরশেদুল আলম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান তারেক। শুভেচ্ছা বক্তব্য রাখেন রংপুর জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিম। বিভাগীয় সম্মেলন শেষে তিনগুনি নাট্যজনকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। এবারে গুণীজন সম্মাননা পান রংপুর থেকে মনসুর আলী বাবলু ও নারগিস রহমান এবং ঠাকুরগাও থেকে বীরমুক্তিযোদ্ধা নাট্যব্যক্তিত্ব রুপ কুমার গুহ। বিভাগীয় সম্মেলন উপলক্ষে তিনদিনব্যাপী নাট্যোৎসনের প্রথম দিনে গাইবান্ধার পদকেক্ষপ, কুড়িগ্রাম এর প্রচ্ছদ নীলফামারীর ডোমার নাট্য ও সাহিত্য সংসদের নাটক মঞ্চায়িত হয়।