রংপুর প্রাইম মেডিকেল কলেজে নার্সিং ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত
রংপুর প্রতিনিধিঃ এবারেই প্রথম রংপুর প্রাইম মেডিকেল কলেজে সরকারি ভাবে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রায় আড়াই হাজার বিএসসি নার্সিং ভর্তিচ্ছু শিক্ষার্থী এ পরিক্ষায় অংশ নেন।
শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ৯ টা থেকে ১১টা পর্যন্ত চলে পরিক্ষা। বিএসসি নার্সিং ভর্তি পরিক্ষা চলাকালিন সময়ে দায়িত্ব পালন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাত। প্রধান পরিক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্বে ছিলেন রংপুর মেডিকেল কলেজের প্রফেসর ডাঃ মঞ্জুরুল করিম প্রিন্স। উপস্থিত ছিলেন রংপুর নার্সিং কলেজের অধ্যক্ষ মোছাঃ রিজিয়া খাতুন। সার্বিক ব্যবস্থা তদারকি করেন প্রাইম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ নুর ইসলাম, পরিচালক শরিফুল ইসলাম, ডিজিএম মেজর (অব) হারুন অর রশীদ।
কঠোর নিরাপত্তা, সরকারের সকল নিয়ম কানুনের মেনে সুষ্ঠু পরিবেশ ও ব্যবস্থাপনার মধ্য দিয়ে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষসহ পরিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলই প্রাইম মেডিকেল কলেজ এর পরিক্ষা কেন্দ্রের প্রশংসা করেন।