জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই। আজ শুক্রবার সকাল ১০ টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। এ খবরটির সত্যতা ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) সাধারণ সম্পাদক সাজু মুনতাসির।
সাজু বলেন, ‘ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। পাশাপাশি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কেমো থেরাপি চলছিল তার।’
তবে এই অভিনেত্রীর দাফন কোথায় হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি পরিবার। সাজু জানান, তার লাশ এখন উত্তরার বাসায় আনা হচ্ছে। পরিবারের সদস্যরা কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন শর্মিলী আহমেদ। তিনি অভিনয় শুরু করেন মাত্র ৪ বছর বয়সে। বড়পর্দা, ছোটপর্দা সর্বত্রই তার সমান রাজত্ব ছিল। অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করে নিয়েছিলেন তিনি।