**রংপুর নাগরিক সমাজ(RNS) সংগঠনের নিউজ পোর্টাল rnsnews24.com এ স্বাগতম।  *** প্রতিনিধি নিয়োগ*** রংপুর বিভাগের সকল জেলা ও রংপুর জেলার সকল উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগ- 01722-882770 ।  *** সবার আগে নির্ভুল সংবাদ পেতে নিয়মিত ভিজিট করুন।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে খুলনায় দেশীয় তামাক চাষীদের মানববন্ধন   রংপুরে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শতাধিক চিকিৎসক নিয়ে ডক্টরস নাইট অনুষ্ঠিত জাতীয় বডি বিল্ডিংয়ে মিষ্টার বাংলাদেশ কে এই রংপুরের আহসানুল হক রংপুরে দুই পুলিশ কর্মকর্তার নেতৃত্বে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ রংপুর সিটি নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী ডালিয়া উঠান বৈঠক অনুষ্ঠিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হাজ্জাজের বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী কেন্দ্রীয় অনুমোদন পেল সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা কমিটি জাল দলিল করে জমি আত্মসাৎ করার ঘটনায় লিপি খান-শিমুল ভরসাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা রংপুরে বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে বিশেষ আলোচনা রসিক স্বতন্ত্র মেয়র প্রার্থী মিলনের নির্বাচনী ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন
আব্বা মা কোন দিন আসবে ?

আব্বা মা কোন দিন আসবে ?

বেলায়েত হোসেন পীরগঞ্জ রংপুরঃ আব্বা মা কোন দিন আসবে ? খায়া না থায়া দিন যাওচে । আর কত কষ্ট করমো ?হামাক এনা খাবার ব্যাবস্থা করি দেও । এ আর্তনাদ রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ ইউনিয়নের গুর্জিপাড়া গ্রামের ৩ শিশু সন্তানের । বিগত ৩ মাস থেকে পিতা মাতার স্নেহ থেকে বঞ্চিত হেতু অনাদর অবহেলা, অনাহার ও অর্ধাহারে কাটছে ওদের জীবন । ওদের কাছে জীবনটা যেন হয়ে উঠেছে শুধুই কষ্টের । অনিশ্চিত হয়ে উঠেছে ওদের ভবিষ্যতও । উপজেলার গুর্জিপাড়া গ্রামের মৃত্যু ছামাদ মিয়ার পুত্র মিরু মিয়া নিতান্তই একটি দরিদ্র পরিবারের গৃহকর্তা । তার ঘরে রয়েছে ৩ শিশু সন্তান সাকিল (১৩), মেঘলা (১০) সাকিব (৭) । এদিকে চলতি সনের গত ২৫ জানুয়ারী মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রংপুর এর দায়েরকৃত পৃথক ২টি মামলায় মিরু মিয়া (৩৫) ও তার স্ত্রী শাপলা বেগম (২৮) গ্রেফতার হয় । পীরগঞ্জ থানার মামলা নং-২৯/২৯ ও ৩০/৩০ । গ্রেফতারের পর থেকে তারা জেল হাজতে রয়েছে । গ্রেফতারের পর থেকে পিতামাতা জেল হাজতে থাকায় অসহায় হয়ে পড়েছে এ ৩ শিশু সন্তান । অনেকের কাছে প্রতিনিয়ত ওদের প্রশ্ন, বাবা মা কখন আসবে জানেন ? চোখের জল ব্যাতিরেক একটি দিন কিংবা রাত কাটছে না ওদের । ওরা তো শিশু । রোজগারের উপায় ওদের অজানা । জীবিকার জন্য ওরা পুরোটাই অন্যের উপর নির্ভরশীল । যেখানেই যায় একত্রে । কেউ যখন কাঁদে অন্য ২জন শান্তনা দেন । কখনও বা কান্না চলে একত্রে । ওদের কান্নায় প্রতিবেশীরা অনেকে শান্তনা দেন । সহায়তা দেন কিছু খাবারের । কিন্ত এ ভাবে কত দিন ? অন্যের সামান্যতম খাবার দিয়ে ওদের পেট ভরে না । তুবুও ৩ জনে ভাগাভাগী করে খায় । যখন ওদের প্রচন্ড খিদে পায় তখন হয়তো কারো কাছে চেয়ে নেয় সামন্যতম খাবার । আর এ ভাবেই চলছে ওদের জীবন । একটি মাত্র জরাজীর্ণ ঘরে ও যৌথ ভাবেও থাকতে পারেনা । তাই দরিদ্র বৃদ্ধা নানী ওদের সঙ্গে বসবাস করছে। ওদেক শান্তনা দিয়ে রাখার চেষ্টা করছে । কিন্তু ওদের বড় সমস্যা খাদ্যাভাব । পেট ভবে খেতে পারলে বর্তমান অভিভাবক হীন ওরা ৩ ভাই বোনের দুঃখ কষ্ট কিছুটা লাঘব হত বলে গ্রামবাসী মনে করছেন । একই প্রত্যাশা ৩ শিশু সন্তানেরও । ওরা জানে না কবে এ কষ্টকর পরিস্থিতির অবসান হবে ? সমাজের অন্য শিশুদের ন্যায় পেট ভরে খেতে পারবে ও স্বাভাবিক জীবনের পাবে নিশ্চয়তা ?

সংবাদটি সবাইকে জানাতে আপনার স্যোস্যাল অ্যাকাউন্ট দিয়ে শেয়ার করুন




©২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত। আর এন এস নিউজ ২৪.কম।