**রংপুর নাগরিক সমাজ(RNS) সংগঠনের নিউজ পোর্টাল rnsnews24.com এ স্বাগতম।  *** প্রতিনিধি নিয়োগ*** রংপুর বিভাগের সকল জেলা ও রংপুর জেলার সকল উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগ- 01722-882770 ।  *** সবার আগে নির্ভুল সংবাদ পেতে নিয়মিত ভিজিট করুন।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে খুলনায় দেশীয় তামাক চাষীদের মানববন্ধন   রংপুরে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শতাধিক চিকিৎসক নিয়ে ডক্টরস নাইট অনুষ্ঠিত জাতীয় বডি বিল্ডিংয়ে মিষ্টার বাংলাদেশ কে এই রংপুরের আহসানুল হক রংপুরে দুই পুলিশ কর্মকর্তার নেতৃত্বে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ রংপুর সিটি নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী ডালিয়া উঠান বৈঠক অনুষ্ঠিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হাজ্জাজের বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী কেন্দ্রীয় অনুমোদন পেল সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা কমিটি জাল দলিল করে জমি আত্মসাৎ করার ঘটনায় লিপি খান-শিমুল ভরসাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা রংপুরে বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে বিশেষ আলোচনা রসিক স্বতন্ত্র মেয়র প্রার্থী মিলনের নির্বাচনী ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন
আম্পায়ারের ন্যাক্কারজনক কাণ্ডে রংপুর দ্বিতীয় বিভাগ লীগে উত্তেজনা; খেলা বন্ধ!

আম্পায়ারের ন্যাক্কারজনক কাণ্ডে রংপুর দ্বিতীয় বিভাগ লীগে উত্তেজনা; খেলা বন্ধ!

নিজস্ব প্রতিবেদক:

রংপুরে দ্বিতীয় বিভাগে আম্পায়ারিং এর নিম্নমান এবং ২/১ জন আম্পয়ারের পক্ষপাতমূলক আচরণ এর অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয় বেশ ক’জন আম্পিয়ার অসন্তোষ প্রকাশ করেন। ক্রিকেট ইতিহাসে এই প্রথম আম্পিয়ার নিজে পা দিয়ে স্ট্যাম্প ভেঙে ফেলার ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন হয়েছে রংপুরের মাঠে। এব্যাপারে ম্যাচ রেফারি হিসেবে জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসাধারণ সম্পাদক জনাব জামান বক্তব্য দিতে অস্বীকার করেন ।
দৃশ্যটি দেখা গেছে স্থানীয় কেরানিপাড়ার শিশির ক্রিকেট ক্লাব এবং শালবন ক্রিকেট ক্লাবের খেলার মাঝে। অ্যাম্পিয়ারের একের পর এক ভুল সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শিশির ক্রিকেট ক্লাব এর খেলোয়াড়রা
অসন্তোষ প্রকাশ করলে অ্যাম্পিয়ার উৎপল ও ময়না মারমুখী আচরণ শুরু করে যা আম্পিয়ারের আচরণ এর ব্যতিক্রম । ইতিপূর্বেও আম্পায়ারদের টাকার বিনিময়ে ম্যাচ জিতিয়ে দেওয়ার মুখিক অভিযোগ অনেকেই করেছেন। বেশ কদিন ক্লাব কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায় এরকম ঘটনা অহরহ ঘটে রংপুরের মাঠে ।এছাড়াও অনেক আম্পায়ারদের নিম্নমানের সিদ্ধান্তে বেশিরভাগ ক্রিকেটাররাই হতাশ। ইতিপূর্বে আম্পায়ার্স এসোসিয়েশনের আয়োজিত টুর্নামেন্টে এমন একটি ঘটনার উদ্ভব হয়েছিল। যা পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে সমঝোতা হয়। দ্বিতীয় বিভাগে নিম্নমানের আম্পায়ারিং এর পুনরাবৃত্তি প্রতিটি ম্যাচে ঘটতে থাকে। তবে পরিপ্রেক্ষিতে আজকের ম্যাচে তুমুল উত্তেজনা ঘটে এবং খেলা প্রায় এক ঘন্টা বন্ধ থাকে । শেষে ক্রিকেট ক্লাবের একজন কর্মকর্তা জানান দুই দিন আগেই আম্পায়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এর সাথে কয়েকবার যোগাযোগ করে তারা নিরপেক্ষ আম্পিয়ার দেয়ার ব্যাপারে বলেন কিন্তু এই বিষয়ে সাধারণ সম্পাদক বিষয়টি বারবার এড়িয়ে যান এবং পরবর্তীতে তিনি নিজেই উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে আম্পায়ারের সিদ্ধান্ত নেন কাউকে অবগত না করে।
এবং একের পর এক পক্ষপাতিত্বমূলক ডিসিশন দিতে থাকেন । ৩/৪ টি ভুল ডিসিশন দেয়ার পরেই মাঠে উত্তেজনা তৈরি হয় এবং শিশির ক্রিকেট ক্লাবের উত্তেজিত দর্শকদের কারণে খেলা বন্ধ হয়ে যায় একপর্যায়ে । আম্পায়ার নিয়োগের বিষয়ে আম্পায়ার্স এসোসিয়েশনের সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি জানান ম্যাচের আগের দিন আম্পায়ার কাকে দেয়া হয়েছে তিনি জানতেন না। আম্পায়ার নিয়োগের বিষয়গুলো এক তরফা ভাবে সাধারণ সম্পাদক সত্যব্রত সরকার উৎপল নিয়ন্ত্রণ করেন।

পরবর্তীতে আবার এক ঘন্টা পর খেলা শুরু হয়। খেলায় শালবন ক্রীড়াচক্র ৫ উইকেটে জয় লাভ করে শিশির ক্রিকেট ক্লাবের বিপক্ষে। এ ছাড়াও স্থানীয় উঠতি অনেক খেলোয়াড়কে নিয়ে কেনাবেচা এবং
চুক্তি করে পেমেন্ট ঠিকঠাক না দেওয়ার পিছনে কয়েকজন সিনিয়র খেলোয়াড়র এর বিরুদ্ধেও অভিযোগ এসেছে ।

সংবাদটি সবাইকে জানাতে আপনার স্যোস্যাল অ্যাকাউন্ট দিয়ে শেয়ার করুন




©২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত। আর এন এস নিউজ ২৪.কম।