এবার জাপা থেকে আব্দুর রউফ মানিককে অব্যাহতি
জেলা প্রতিনিধি, রংপুর॥ এবার রংপুরের একে এম আব্দুর রউফ মানিককে জাতীয় পার্টির ভাইসচেয়ারম্যান, প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বুুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি সাক্ষরিত এক সাংগঠনিক আদেশে এ অব্যাহতি প্রদান করা হয়।
পার্টির গঠনতন্ত্রের ২০/১/(১) ধারা প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে সাংগঠনিক আদেশে উল্লেখ করা হয়।
এদিকে সদ্য অব্যাহতি পাওয়া এ কেএম আব্দুর রউফ মানিক জানান, দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ আমাকে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে দলীয় প্রতীক লাঙল বরাদ্দ দেয়ায় পার্টির চেয়ারম্যান আমাকে অব্যাহতি দিয়েছে।
উল্লেখ্য একে এম আব্দুর রউফ মানিক জাতীয় পার্টির বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন এবং রংপুর পৌরসভার ৮ বছর মেয়র ছিলেন।