কাউনিয়ায় চার জুয়ারু গ্রেফতার
কাউনিয়া উপজেলার সোনাতন গ্রামে মঙ্গলবার রাতে দুলাল মিয়ারব বাড়িতে জুয়া খেলা অবস্থায় ৪ জুয়ারু কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানাগেছে উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন গ্রামে দীর্ঘদিন অর্থের বিনিময়ে জুয়া খেলা চলে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাতন গ্রামের আনোয়ারুল হকের পুত্র মোঃদুলাল মিয়া (২৮) এর বাড়িতে জুয়া খেলা অবস্থায় দুলাল সহ ৪ জন জুয়ারু কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো সোনাতন গ্রামের মৃত,আজিজুল হকের পুত্র মোঃ রাশেদুল ইসলাম রাশেদ(৩৫), মিলন মিয়ার পুত্র মিরাজ মিয়া (২২), আব্দুস সালামের পুত্র মোঃ জাকিরুল ইসলাম (২৫), সব সাং সোনাতন সিদ্দিক বাজার কাউনিয়া রংপুর,এসময় জুয়া খেলার আলামত উদ্ধার করে পুলিশ।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোন্তাচ্ছের বিল্লাহ বলেন তাদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।