**রংপুর নাগরিক সমাজ(RNS) সংগঠনের নিউজ পোর্টাল rnsnews24.com এ স্বাগতম।  *** প্রতিনিধি নিয়োগ*** রংপুর বিভাগের সকল জেলা ও রংপুর জেলার সকল উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগ- 01722-882770 ।  *** সবার আগে নির্ভুল সংবাদ পেতে নিয়মিত ভিজিট করুন।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে খুলনায় দেশীয় তামাক চাষীদের মানববন্ধন   রংপুরে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শতাধিক চিকিৎসক নিয়ে ডক্টরস নাইট অনুষ্ঠিত জাতীয় বডি বিল্ডিংয়ে মিষ্টার বাংলাদেশ কে এই রংপুরের আহসানুল হক রংপুরে দুই পুলিশ কর্মকর্তার নেতৃত্বে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ রংপুর সিটি নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী ডালিয়া উঠান বৈঠক অনুষ্ঠিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হাজ্জাজের বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী কেন্দ্রীয় অনুমোদন পেল সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা কমিটি জাল দলিল করে জমি আত্মসাৎ করার ঘটনায় লিপি খান-শিমুল ভরসাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা রংপুরে বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে বিশেষ আলোচনা রসিক স্বতন্ত্র মেয়র প্রার্থী মিলনের নির্বাচনী ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন
ক্রিস গেইলের ঝড়ো ব্যাটে ভর করে রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএলের এবারের কিংস ইলেভেন পাঞ্জাব

ক্রিস গেইলের ঝড়ো ব্যাটে ভর করে রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএলের এবারের কিংস ইলেভেন পাঞ্জাব

জিপি ডেস্ক ॥

ক্রিস গেইলের ঝড়ো ব্যাটে ভর করে রাজস্থান রয়্যালসকে ১৪ রানে হারিয়ে আইপিএলের এবারের আসরে শুভ সূচনা করেছে কিংস ইলেভেন পাঞ্জাব। গেইলের পাশাপাশি পাঞ্জাবের এ জয়ে অবদান ছিল দলের নিয়ন্ত্রিত বোলিংও।

সোমবার (২৫ মার্চ) জয়পুরে দিনের একমাত্র ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান করে পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে পুরো ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে ১৭০ রানের বেশি করতে পারেনি রাজস্থান।

১৮৫ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে রাজস্থানের দুই ওপেনার আজিঙ্কা রাহানে ও জস বাটলার দারুণ শুরু এনে দেন। ৮.১ ওভারে তারা ৭৮ রান তোলেন। তবে ২০ বলে ২৭ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হন রাহানে।

বাটলার অবশ্য নিজের ইনিংস বড় করে দলকে জয়ের দিকেই নিচ্ছিলেন। ৪৩ বলে ১০টি চার ও ২টি ছক্কায় ৬৯ রান করে রান আউট হন। তাকে মানকাদের মতো বিতর্কিত রান আউট করেন অশ্বিন।

সঞ্জু স্যামসন ৩০ ও স্টিভেন স্মিথ ২০ রান করলেও শেষের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় জয়ের খুব কছে গিয়েও হার মানে রাজস্থান।

পাঞ্জাব বোলারদের মধ্যে স্যাম কুরান, মুজিব উর রহমান ও আনকিত রাজপুত দু’টি করে উইকেট পান। অধিনায়ক অশ্বিন একটি উইকেট দখল করেন।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে  নেমে শুরুতেই লোকেশ রাহুলের উইকেট হারায় পাঞ্জাব। তবে একপাশ আগলে রেখে ব্যাট করতে থাকেন গেইল। মায়ানক আগারওয়াল ও সরফরাজ খানের সঙ্গে দু’টি জুটি গড়ে দলীয় ইনিংস বড় করেন।

শেষ পর্যন্ত বেন স্টোকসের বলে আউট হওয়ার আগে ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলেন ক্যারিবিয়ান তারকা গেইল। ইনিংস সাজাতে ৪৭ বলে ৮টি চার ও ৪টি ছক্কা হাঁকান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ বলে ৪৬ রান করেন সরফরাজ।

রাজস্থানের বোলারদের মধ্যে সর্বোচ্চ দু’টি উইকেট নেন স্টোকস। এছাড়া একটি করে উইকেট পান ধাওয়াল কুলকার্নি ও ক্রিশনাপ্পা গৌতম।

সংবাদটি সবাইকে জানাতে আপনার স্যোস্যাল অ্যাকাউন্ট দিয়ে শেয়ার করুন




©২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত। আর এন এস নিউজ ২৪.কম।