চাঁদাবাজি করতে গিয়ে আটক জেলা যুব মহিলা লীগের আহবায়কের স্বামী ইমরান
জেলা যুবলীগের ভুয়া কর্মসুচীর কার্ড বানিয়ে চাঁদাবাজি করার সময় একজন কে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটক ভুয়া যুবলীগ নেতা ইমরান হোসেন তপু রংপুর জেলা যুব মহিলা লীগের আহবায়ক সুরাইয়া আক্তারের স্বামী।
বৃহস্পতিবার(২২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর মুচির মোড় হাজীরহাটে আটক হয় তপু।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানার ভারপ্রাপ্ত রাজিবুজ্জামান বসুনীয়া।
জেলা যুবলীগের একাধিক নেতা সুত্রে জানা যায়, ইমরান হোসেন তপু রংপুর জেলা যুবলীগের প্রাথমিক সদস্য না, কিন্তু যুবলীগের নাম ও ভুয়া কর্মসুচির কার্ড বানিয়ে বিভিন্ন দপ্তর এবং প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে আসছিলো। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জেলা যুবলীগের উদ্যোগে বিনামূল্যে হেলথ ক্যাম্প এর নামে ভুয়া কর্মসুচীর কার্ড দিয়ে হাজিরহাটে কয়কটি প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতে যায় তপু। এসময় কথা বার্তায় সন্দেহ মনে হলে যুবলীগের নেতৃবৃন্দকে অবহিত করেন এলাকাবাসী। পরে ইমরান যুবলীগের কেউ না কিংবা এধরনের কোন কর্মসুচী যুবলীগের নাই নিশ্চিত হওয়ার পর এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশকে সোপর্দ করে।
জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান শাহীন বলেন, জেলা যুবলীগের হেলথ ক্যাম্প নামে কোন কর্মসুচী নাই। ইমরান হোসেন তপু যুবলীগের সদস্য না, কোনদিন কোন কর্মসুচীতেও আসে নাই। তার নামে চাঁদাবাজির অনেক অভিযোগ রয়েছে। আমরা প্রশাসনকে অনুরোধ জানাবো তাকে যেন কোনপ্রকার ছাড় না দেয়।
জেলা যুবমহিলা লীগের আহবায়ক সুরাইয়া আক্তার বলেন, কারও অপকর্মের ভাগ আমি কেন নিবো। আমি তাকে ছাড়াতেও যাবো না। আমাকে জড়ানো ঠিক হবে না।
এদিকে রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানার ভারপ্রাপ্ত রাজিবুজ্জামান বসুনীয়া জানান, ঘটনা সঠিক।
ইমরান হোসেন তপু থানায় আটক রয়েছে। তবে এখনও কেউ লিখিতভাবে অভিযোগ করে নাই।