**রংপুর নাগরিক সমাজ(RNS) সংগঠনের নিউজ পোর্টাল rnsnews24.com এ স্বাগতম।  *** প্রতিনিধি নিয়োগ*** রংপুর বিভাগের সকল জেলা ও রংপুর জেলার সকল উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগ- 01722-882770 ।  *** সবার আগে নির্ভুল সংবাদ পেতে নিয়মিত ভিজিট করুন।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে খুলনায় দেশীয় তামাক চাষীদের মানববন্ধন   রংপুরে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শতাধিক চিকিৎসক নিয়ে ডক্টরস নাইট অনুষ্ঠিত জাতীয় বডি বিল্ডিংয়ে মিষ্টার বাংলাদেশ কে এই রংপুরের আহসানুল হক রংপুরে দুই পুলিশ কর্মকর্তার নেতৃত্বে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ রংপুর সিটি নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী ডালিয়া উঠান বৈঠক অনুষ্ঠিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হাজ্জাজের বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী কেন্দ্রীয় অনুমোদন পেল সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা কমিটি জাল দলিল করে জমি আত্মসাৎ করার ঘটনায় লিপি খান-শিমুল ভরসাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা রংপুরে বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে বিশেষ আলোচনা রসিক স্বতন্ত্র মেয়র প্রার্থী মিলনের নির্বাচনী ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন
তমালতলা মহিলা কলেজের মাঠ,ধুলাবালি আর কালো ধোঁয়া, বিকট শব্দ ও বিটুমিনের তীব্র গন্ধে অতিষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীরা

তমালতলা মহিলা কলেজের মাঠ,ধুলাবালি আর কালো ধোঁয়া, বিকট শব্দ ও বিটুমিনের তীব্র গন্ধে অতিষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীরা

নাটোর প্রতিনিধি,

নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা মহিলা কলেজের মাঠ দখল করে রাখা হয়েছে রাস্তার কাজের নির্মাণসামগ্রী। এসব নির্মাণসামগ্রীর ধুলাবালি আর কালো ধোঁয়া, বিকট শব্দ ও বিটুমিনের তীব্র গন্ধে অতিষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীরা। কালো ধোঁয়ায় এলাকা আচ্ছন্ন থাকায় আশপাশের লোকজনও আছেন দুর্ভোগে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা প্রকৌশল বিভাগের (এলজিইডি) অধীনে তমালতলা বাজার মোড় থেকে মল্লিকপুর পর্যন্ত এক কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ চলছে। এ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ২৬ লাখ টাকা। কাজটি পেয়েছে নাটোরের এমএন ট্রেডার্স। তবে সাব-ঠিকাদার হিসেবে কাজ করছেন নাসির উদ্দিন নামের এক ব্যক্তি। সংস্কারকাজের জন্য কয়েক দিন আগে কলেজের মাঠে নির্মাণসামগ্রীর পাথরের কুচি, বিটুমিনের ড্রাম, প্ল্যান্ট মেশিন রাখা হয়।

সোমবার সরেজমিনে দেখা গেছে, কলেজে ক্লাস চলছে। কলেজের সামনে মাঠে কুঁচি পাথর, বিটুমিনের ড্রাম ও পাথর-বালু মিশ্রণের জন্য প্ল্যান্ট মেশিন রয়েছে। বিকট শব্দে চলছে এটি। গার্মেন্টসের ঝুট জ্বেলে বিটুমিন গলানো হচ্ছে। তীব্র কালো ধোঁয়ায় ওই এলাকা আচ্ছন্ন। দুই দিন ধরে চলছে তাদের এই কর্মযজ্ঞ। নির্মাণসামগ্রীর ধুলাবালি আর কালো ধোঁয়া এবং বিটুমিনের তীব্র গন্ধে ক্লাস করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের।

কলেজের মনোবিজ্ঞান বিষয়ের প্রভাষক শিউলি খাতুন বলেন, কালো ধোঁয়া, বিকট শব্দে শিক্ষার্থীদের ক্লাস নিতে অসুবিধা হচ্ছে। বিষয়টি অধ্যক্ষকে জানানো হয়েছে।

অধ্যক্ষ মো. মামুনুর রশীদ বলেন, এটি সরকারি কাজ। এক সপ্তাহ সময় চেয়েছিল। তাই সরকারি কাজে সহায়তা করার লক্ষ্যে তাদের মাঠ ব্যবহার করতে দেওয়া হয়েছে। এতে যে অসুবিধা হচ্ছে, তা তাদের জানানো হয়েছে। তারা দু-এক দিনের মধ্যে নির্মাণসামগ্রী সরিয়ে নেবে বলেছে।

ঠিকাদার নাসির উদ্দিন বলেন, সড়কের কাজ করার জন্য অন্য কোনো জায়গা ফাঁকা না থাকায় তিনি কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কাজ শুরু করেছেন। এতে কিছু অসুবিধা হচ্ছে,স্বীকার করে তিনি বলেন,দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছি। তবে আবহাওয়া খারাপ থাকায় কিছুটা দেরি হচ্ছে।

সংবাদটি সবাইকে জানাতে আপনার স্যোস্যাল অ্যাকাউন্ট দিয়ে শেয়ার করুন




©২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত। আর এন এস নিউজ ২৪.কম।