**রংপুর নাগরিক সমাজ(RNS) সংগঠনের নিউজ পোর্টাল rnsnews24.com এ স্বাগতম।  *** প্রতিনিধি নিয়োগ*** রংপুর বিভাগের সকল জেলা ও রংপুর জেলার সকল উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগ- 01722-882770 ।  *** সবার আগে নির্ভুল সংবাদ পেতে নিয়মিত ভিজিট করুন।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে খুলনায় দেশীয় তামাক চাষীদের মানববন্ধন   রংপুরে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শতাধিক চিকিৎসক নিয়ে ডক্টরস নাইট অনুষ্ঠিত জাতীয় বডি বিল্ডিংয়ে মিষ্টার বাংলাদেশ কে এই রংপুরের আহসানুল হক রংপুরে দুই পুলিশ কর্মকর্তার নেতৃত্বে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ রংপুর সিটি নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী ডালিয়া উঠান বৈঠক অনুষ্ঠিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হাজ্জাজের বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী কেন্দ্রীয় অনুমোদন পেল সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা কমিটি জাল দলিল করে জমি আত্মসাৎ করার ঘটনায় লিপি খান-শিমুল ভরসাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা রংপুরে বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে বিশেষ আলোচনা রসিক স্বতন্ত্র মেয়র প্রার্থী মিলনের নির্বাচনী ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন
তিন মিনিটে মোটরসাইকেল চুরি: মূল হোতা গ্রেফতার

তিন মিনিটে মোটরসাইকেল চুরি: মূল হোতা গ্রেফতার

তিন মিনিটে মোটরসাইকেল চুরি: মূল হোতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর॥ কয়েক মাসে রংপুর মহানগর ও জেলার আশেপাশের কয়েকটি মোটর সাইকের চুরি যায়। হঠাৎ মোটরসাইকেল চুরি বৃদ্ধিতে নজরদারি বাড়ায় র‌্যাব ১৩। নজরদারীর ফলে মোটরসাইকেল চোরের মুল হোতা ইদুল মিয়া ও তার সহযোগিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব ১৩। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

সংবাদ সম্মেলন থেকে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর দুপুরে সোহাগ হাসান নামের এক যুবকের বাড়ির সামনে থেকে মাত্র তিনমিনিটের মধ্যে মোটরসাইকেল চুরি করে ইদুল মিয়া ও তার সহযোগিরা। মোটরসাইকেল স্টার্ট দেওয়ার শব্দ শুনেই বাইরে আসতে না আসতেই চোর চক্রটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে অজ্ঞাতনামাকে আসামী করে হারাগাছ থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগি সোহাগ হাসান। এই মামলার সুত্র ধরেই র‌্যাব গোয়েন্দা অনুসন্ধান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার(১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৯ টার দিকে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার গোবদা এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে ইদুল মিয়া(৩৩) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ইদুল মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী অপর আসামী রাজু আহম্মেদ (৩৭) কোতয়ালী থানার পূর্ব শালবনের ভাড়া বাসার নিচতলা হতে চোরাই মোটরসাইকেলের পর্যাপ্ত আলামত, বিআরটিএ এর জাল সীলমোহর, মোটর সাইকেল লক খোলার মাস্টার কী, বিভিন্ন নামের জাতীয় পরিচয় পত্র, বিভিন্ন ব্যক্তির পাসপোর্ট সাইজের ছবি, বেনামী ব্যক্তির একাধিক সীম, এফিডেভিড সীল মোহর সম্বলিত বাইক বিক্রির তৈরীকৃত ভূয়া কাগজপত্র, মোটরসাইকেল এর জাল রেজিস্ট্রেশন কার্ড/স্মার্টকার্ড উদ্ধারসহ চুরি করা মোটরসাইকেল গুলোর মূল কাগজপত্র ও স্মার্টকার্ড উদ্ধার করা হয়।

এ চক্রটি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি, চোরাই মোটরসাইকেল এর ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর টেম্পারিং এবং ভূয়া কাগজপত্র তৈরী করে মোটরসাইকেলের মালিক সেজে দ্বিতীয় পক্ষের কাছে বিক্রি করে আসছিলো।

গ্রেফতারকৃতদের পরবর্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রংপুর হারাগাছ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদটি সবাইকে জানাতে আপনার স্যোস্যাল অ্যাকাউন্ট দিয়ে শেয়ার করুন




©২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত। আর এন এস নিউজ ২৪.কম।