ফুয়াদ হাসানের মায়ের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
সিটি প্রেসক্লাব রংপুর প্রচার সম্পাদক ফুয়াদ হাসান এর মায়ের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব সিটি প্রেসক্লাব রংপুরের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আ ন ম শহিদুল ইসলাম।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, দপ্তর সম্পাদক আলী হায়দার রনি, প্রচার সম্পাদক ফুয়াদ হাসান, ক্রীড়া সম্পাদক হামীম আব্দুল্লাহ, সদস্য তারিকুল ইসলাম তারেক, নুর মোহাম্মদ, আল আমিন, সহযোগী সম্পাদক ওয়াসি, বিটিভি রংপুর প্রতিনিধি হাবিবুর রহমান হাবীবসহ অন্যান্য সদস্য। দোয়া মাহফিলে ২৪ নং ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর জামাল উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করেও দোয়া মোনাজাত করা হয়।