স্টাফ রিপোর্টারঃ ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে রংপুর ও রাজশাহী বিভাগে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মুল দিবস পালিত হয়েছে। রোববার (২৩ মে) বিকেল ৩ টায় ল্যাম্ব ও স্বাস্থ্য বিভাগ রংপুরের আয়োজনে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় এ ফিস্টুলা নির্মুল দিবস পালিত হয়। ভার্চুয়াল মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগ রংপুরের পরিচালক ডাঃ আহাদ আলী, বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগ রংপুরের উপ-পরিচালক ডাঃ জাকিরুল ইসলাম লেলিন। স্বাগত বক্তব্য রাখেন ল্যাম্ব হাসপাতালের উপ-পরিচালক ডাঃ দেয়া। স্বাস্থ্য বিভাগ রংপুরের সহকারী পরিচালক ডাঃ জহুরুল আনাম সিদ্দিকীর সঞ্চালনে বক্তব্য রাখেন জাতিসংঘ জনসংখ্যা তহবিল বাংলাদেশ এর প্রতিনিধি ডাঃ কানিজ ফাতিমা, ডাঃ অনিমেষ বিশ্বাস ও শামসুজ্জামান, সাংবাদিক বাসস রাজশাহী ড. আয়নাল হক, সিনিয়র সাংবাদিক সামসুদ্দিন, শাহীদ ও কংকন, পঞ্চগড়ের সিভিল সার্জন ডাঃ ফজলুর রহমান, দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস, পঞ্চগড় সমাহসেবা অধিদপ্তরের উপপরিচালক অবিরুদ্ধ কুমার প্রমুখ। ভার্চুয়াল মিটিংয়ে রংপুর ও রাজশাহী বিভাগের স্বাস্থ্য বিভাগ, সমাজসেবা ও সাংবাদিক প্রতিনিধি এতে অংশ নেন। ভার্চুয়াল মিটিংয়ে প্রসবজনিত ফিস্টুলা নির্মুলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।