মৌচাকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে নৌকা ভ্রমণ
স্টাফ রিপোর্টারঃ সাহিত্যের কাগজ মৌচাক এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) মহিপুর তিস্তা নদীতে নৌকার মধ্যেই গান, কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হয়। নৌকায় অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেন সুরকার ও শিল্পী ফারহান শাহিল লিয়ন। গানে অংশ নেন মনিরা পারভীন, সাহিনা সুলতানা। কবিতায় অংশ নেন কবি ও গল্পকার এটিএম মোর্শেদ, কবি হেলেন আরা সিডনি, কবি আতাউর রহমান লিটন, কবি ময়নুল ইসলাম, কবি মাসুম মোর্শেদসহ অন্যান্য সাহিত্যিকবৃন্দ। সাহিত্যের কাগজ মৌচাক এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় মৌচাক প্রধান উপদেষ্টা লেখক ও গবেষক রেজাউল করিম মুকুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মৌচাক উপদেষ্টা রবিউল ইসলাম রবি, কবি তাপস মাহমুদ, মৌচাক সহ সম্পাদক কবিরাজ ইসমাইল মোল্লা, নাট্যকার রুমকি রহমান। পুরো আয়োজন পরিচালনা করেন মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন। আলোচনা শেষে নৃত্য পরিবেশন করেন শিশু শিল্পী মুনতাহা ও আলভি আজমাঈন আনন।
নৌকা ভ্রমণে নদীর সৌন্দর্য ধারণ করেন নুর মোহাম্মদ, রিদয় ও সৌরভ। বিকেলের নাসতার বিরতিতে তিস্তার চড়ে শরতের কাশবনে সময় কাটান ভ্রমণপিপাসু সাহিত্যিকগণ। সন্ধ্যায় গোধুলী লগ্নে নৌকা ভ্রমণের সমাপ্তি ঘটে। মৌচাকের এবারে নৌকা ভ্রমণের শ্লোগান আসুন নৌকা ভ্রমণ করি, নদীর সৌন্দয্য উপভোগ করি।