**রংপুর নাগরিক সমাজ(RNS) সংগঠনের নিউজ পোর্টাল rnsnews24.com এ স্বাগতম।  *** প্রতিনিধি নিয়োগ*** রংপুর বিভাগের সকল জেলা ও রংপুর জেলার সকল উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগ- 01722-882770 ।  *** সবার আগে নির্ভুল সংবাদ পেতে নিয়মিত ভিজিট করুন।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে খুলনায় দেশীয় তামাক চাষীদের মানববন্ধন   রংপুরে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শতাধিক চিকিৎসক নিয়ে ডক্টরস নাইট অনুষ্ঠিত জাতীয় বডি বিল্ডিংয়ে মিষ্টার বাংলাদেশ কে এই রংপুরের আহসানুল হক রংপুরে দুই পুলিশ কর্মকর্তার নেতৃত্বে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ রংপুর সিটি নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী ডালিয়া উঠান বৈঠক অনুষ্ঠিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হাজ্জাজের বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী কেন্দ্রীয় অনুমোদন পেল সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা কমিটি জাল দলিল করে জমি আত্মসাৎ করার ঘটনায় লিপি খান-শিমুল ভরসাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা রংপুরে বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে বিশেষ আলোচনা রসিক স্বতন্ত্র মেয়র প্রার্থী মিলনের নির্বাচনী ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন
রংপুরে প্রতারক বড়ভাইয়ের হাতে ছোটভাইয়ের সম্পদ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

রংপুরে প্রতারক বড়ভাইয়ের হাতে ছোটভাইয়ের সম্পদ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

রংপুরে প্রতারক বড়ভাইয়ের হাতে ছোটভাইয়ের সম্পদ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ রংপুরে প্রতারক বড়ভাইয়ের হাতে ছোটভাইয়ের সম্পদ আত্মসাতের অভিযোগে  শুক্রবার সকালে সিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগিরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছোট ভাই স্কোয়াড্রন লিডার ( অবঃ) মোঃ নূরকুতুব উল আলম। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, ভূক্তভোগীর মেয়ে ফাইয়ুজ তাসমিয়া ও
ফাহমিদা সুলতানা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্কোয়াড্রন লিডার ( অবঃ) মোঃ নূরকুতুব উল আলম জানান, বড় ভাই মোঃ মাহুফুজুল হক বাদল ও ছোট ভাই মোঃ নূরকুতুব উল আলম মিলে নগরীর ১৩ নং ওয়ার্ডের মধ্যপীরজাবাদ এলাকায় ১৮.৫ শতক জমি ক্রয় করে দলিল করি। এর মধ্যে জমি ক্রয় করার সময়, মেয়ের বিয়ের সময় বড় ভাইকে টাকা ধার দেয়াসহ চলাচলের রাস্তার জন্য কিছু জমি ছেড়ে দেয়া হয়। আমি ২০০৮ সালে চাকুরী থেকে অবসর নেই। গত ২০১৯ সালের ২৯ অক্টোবর রংপুরের বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে অধ্যক্ষের চাকুরী নেয়ার পর থেকে আমি নিজ বাসায় থাকা শুরু করি। বাসার নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকায় আমি গ্যারেজ নির্মাণের পর বড় ভাই ও তার পরিবারের সদস্যরা হিংসাবশত গ্যারেজ থেকে মূল রাস্তায় যেন আমি উঠতে না পারি সেজন্য জমি বিক্রয়কারী খতিব উদ্দিনের পরিবারকে কুপরামর্শ দেয়। আমার ২ মেয়ে। আমার বড় ভাইয়ের ১ ছেলে ও ২ মেয়ে। আমার ছেলে সন্তান না থাকায় বড় ভাই দ্রুত আমার মৃত্যুর জন্য যাদুমন্ত্র করে। এছাড়াও আমার জমিতে টিনের ঘর নির্মাণ করে। বড় ভাই রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক হওয়ায় আমার জমি ও বাড়ি আত্মসাতের জন্য অবৈধ কাগজপত্র তৈরি করে। প্রতারণার বিষয়টি অবগত হওয়ার পরে আমি আমার ১২ শতক জমির মধ্যে চারতলা ভিত্তির দোতলা বাসার পাশে ৪ শতক জমি বিক্রি করার বায়না করি। সেইসাথে স্থাবর অস্থাবর সম্পত্তি দুই মেয়ের নামে ওছিয়তনামা করার প্রস্তুতি নেই। আমার বড়ভাই ও তার ছেলে ধারের টাকা ফিরে দিতে অপরাগতা প্রকাশ করে। আমার জমির চলার পথে গাছ লাগানোসহ প্রবেশের পথ বন্ধ করা হয়। এছাড়াও হুমকি অব্যাহত রয়েছে। এঘটনায়
কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশী ব্যবস্থা গ্রহণসহ নিরাপত্তা জোরদারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা হয়।

সংবাদটি সবাইকে জানাতে আপনার স্যোস্যাল অ্যাকাউন্ট দিয়ে শেয়ার করুন




©২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত। আর এন এস নিউজ ২৪.কম।