রংপুরে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন নিয়ে এনসিটিএফ সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টারঃ বাল্যবিবাহ ও শিশু নির্যাতনের সাথে জড়িত সকল ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন করেছে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ)। রবিবার (১০অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমী,রংপুর এ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা এনসিটিএফ সহ-সভাপতি। এ সময় উপস্থিত ছিলেন শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদসহ গণমাধ্যমের ব্যক্তিবর্গ। সংবাদ সম্মেলনে বাল্যবিবাহ ও শিশু নির্যাতনের সাথে জড়িত সকল ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান হয়।