**রংপুর নাগরিক সমাজ(RNS) সংগঠনের নিউজ পোর্টাল rnsnews24.com এ স্বাগতম।  *** প্রতিনিধি নিয়োগ*** রংপুর বিভাগের সকল জেলা ও রংপুর জেলার সকল উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগ- 01722-882770 ।  *** সবার আগে নির্ভুল সংবাদ পেতে নিয়মিত ভিজিট করুন।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে খুলনায় দেশীয় তামাক চাষীদের মানববন্ধন   রংপুরে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শতাধিক চিকিৎসক নিয়ে ডক্টরস নাইট অনুষ্ঠিত জাতীয় বডি বিল্ডিংয়ে মিষ্টার বাংলাদেশ কে এই রংপুরের আহসানুল হক রংপুরে দুই পুলিশ কর্মকর্তার নেতৃত্বে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ রংপুর সিটি নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী ডালিয়া উঠান বৈঠক অনুষ্ঠিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হাজ্জাজের বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী কেন্দ্রীয় অনুমোদন পেল সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা কমিটি জাল দলিল করে জমি আত্মসাৎ করার ঘটনায় লিপি খান-শিমুল ভরসাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা রংপুরে বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে বিশেষ আলোচনা রসিক স্বতন্ত্র মেয়র প্রার্থী মিলনের নির্বাচনী ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন
রংপুরে মৎস্য উৎপাদনে ভরাট জলাশয় সমুহ পুনঃখননের উদ্যোগ

রংপুরে মৎস্য উৎপাদনে ভরাট জলাশয় সমুহ পুনঃখননের উদ্যোগ

স্টাফ রিপোর্টার :
রংপুর জেলায় মৎস্য অধিদপ্তরাধীন ‘জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি ‘ শীর্ষক প্রকল্পের আওতায় ১৯টি বিল / পুকর প্রায় সারে ছয় কোটি টাকা ব্যায়ে পুনঃখননের কার্যক্রম চলমান আছে। পুনঃখননের ফলে প্রায় ৫৬ হেক্টর জলাশয় সংস্কারের আওতায় আসবে এবং এসব জলাশয় শ্রীঘ্রই পরিকল্পিত মাছ চাষের কর্মকান্ডের কারণে প্রায় ৫৫০ মেঃটন মাছের উৎপাদন বৃদ্ধি পাবে যার আনুমানিক মূল্য হবে প্রায় ১১ কোটি টাকা। বর্তমানে করোনা পরিস্থিতির মধ্যে মৎস্য উৎপাদন গতিশীল রাখার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পিত নির্দেশনায় এবং মৎস্য অধিদপ্তরের তত্বাবধানে গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে ‘জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পটির কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। বরুন চন্দ্র বিশ্বাস, জেলা মৎস্য অফিসার, রংপুর জানান যে, রংপুর অঞ্চল বরেন্দ্র প্রকৃতি হওয়ায় জলাশয়ের পানি ধারণ ক্ষমতা অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক কম এবং রংপুর জেলার তিস্তা নদীসহ অন্যান্য নদীর নাব্যতা হারিয়ে যাওয়ার ফলে ভুগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এ অঞ্চলের অধিকাংশ জলাশয়ে সারা বছর পানি থাকে না। আবার প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে পুকুর – ডোবা, খাল বিল, বরোপিট, নদী-নালায় পলি জমে ভরাট হয়ে মাছের প্রাকৃতিক প্রজনন ও অবাধ বিচরণের অনুপোযোগী হয়ে পড়েছে। এসব জলাশয় সংস্কার ও পুনঃখননের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছের আবাস্থল পুনরুদ্ধারে পাশাপাশি জলাশয়ের পরিবেশ ও প্রতিবেশ উন্নয়নে প্রকল্পটির কার্যক্রম অব্যাহত আছে।
সদর উপজেলার চিকলিবিলসহ কয়েকটি সাইড পরিদর্শন করে দেখা যায় যে, কাজের মান সন্তোষজনক। এসব জলাশয় পুনঃখননের ফলে শুধু মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সুফলভোগীদের স্থায়ী কর্মসংস্থানের সৃষ্টি সহ প্রাণিজ আমিষের চাহিদা পুরুনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জলাশয় সংস্কার হওয়ায় ইজারামূল্যও প্রায় চার থেকে পাঁচ গুন বৃদ্ধি পাবে ফলে সরকারি রাজস্বও বৃদ্ধি পাবে যা জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সুফলভোগীরা জানায় যে, জলাশয় পুনঃখনন তাদের দীর্ঘ দিনের স্বপ্ন ছিল এবং মৎস্য অধিদপ্তর রংপুর তাদের সেই স্বপ্ন পুরুনের জন্য পাশে দাড়িয়েছে।


রংপুর জেলা মৎস্য অফিসার আরো জানান যে, রংপুর জেলায় ৩৭ টি গুচ্ছ গ্রামের পুকুরের মধ্যে এ বছর ০৩ টি যথাক্রমে বদরগঞ্জ উপজেলার দামুয়া পুকুর পীরগঞ্জ উপজেলার বগেরবাড়ী গুচ্ছ গ্রামের পুকুর এবং গঙ্গাচড়া উপজেলার বড়বিল গুচ্ছগ্রামের পুকুর পুনঃখনন কার্যক্রম চলছে যা বর্তমানে প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আশা করা যায় নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ কাজ সম্পন্ন হবে। পুকুরগুলি পুনঃখনন কাজ সম্পন্ন হলে দরিদ্র সুফলভোগীরা পরিকল্পিতভাবে মাছ চাষ করে তাদের প্রয়োজনীয় আমিষের চাহিদা পুরুন করার পাশাপাশি অর্থনৈতিকভাবেই স্বাবলম্বী হবে।
তিনি আরো জানান যে, পুনঃখনন কার্যক্রম গ্রহণের ফলে অনেক ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তি কর্তৃক দখলকৃত সরকারি জলাশয় উদ্ধারের ঘটনাও ঘটেছে ; যেমন – গঙ্গাচড়া উপজেলায় ঠাকুরদহ নামক একটি সরকারি বিল পুনঃখননের নিমিত্ত উপজেলা প্রশাসনের সহযোগিতায় সীমানা নির্ধারন করতে যেয়ে প্রায় এক একর বেহাত হওয়া জমি উদ্ধার করা হয়েছে। সরকারি খাস জলাশয় উদ্ধার হওয়ায় সংশ্লিষ্ট সুফলভোগীরা অত্যন্ত আনন্দিত হয়েছে।
পরিশেষে তিনি জানান যে, রংপুর জেলায় মৎস্য সম্পদের স্থায়িত্বশীল উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, দরিদ্র মৎস্যজীবীদের জীবন- মান উন্নয়ন ও আয় বৃদ্ধিতে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি সবাইকে জানাতে আপনার স্যোস্যাল অ্যাকাউন্ট দিয়ে শেয়ার করুন




©২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত। আর এন এস নিউজ ২৪.কম।