রংপুরে রিজিওনাল লার্নিং ইভেন্ট অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ নারী উদ্যোক্তাদের এসএমই লোন নেয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও সমাধানের বিষয় নিয়ে রংপুরে রিজিওনাল লার্নিং ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে দি এশিয়া ফাউন্ডেশন ও আইডিই বাংলাদেশের উই এসএমএস প্রকল্পের আয়োজনে এই ইভেন্ট অনুষ্ঠিত হয়। ইভেন্টে প্রধান অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফাতেমাতুজ্জ জোহরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিই বাংলাদেশের উইএসএমএস প্রকল্পের টীম লিডার, এম নাভিদ আকবর, উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি রংপুর বিভাগীয় সভাপতি, ইরা হক, টাফ এর কনসাল্টেন্ট মেহনাজ এবং দি এশিয়া ফাউন্ডেশনের ডিপুটি টীম লিডার জুনায়েদ জামাল মীর। পাওয়ার পয়েন্টসহ ইভেন্ট পরিচালনা করেন আইডিই বাংলাদেশের উইএসএমএস প্রকল্পের ফিল্ড টীম লিডার সুমন কুমার সাহা। ইভেন্টে বিভিন্ন ব্যাংক ও বানিজ্যিক প্রতিষ্ঠান এবং রংপুর সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখার প্রতিনিধিসহ নারী উদ্যোক্তাগণ অংশ নেন। এই ইভেন্টে নারী উদ্যোক্তাদের লোন নেয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণে ফলপ্রসূ আলোচনা হয়।