রংপুর মহানগর কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুল হামিদ
স্টাফ রিপোর্টার॥ রংপুর মহানগর কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন আব্দুল হামিদ। তিনি বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে ছিলেন।
সোমবার(১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষক লীগে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি আব্দুল হামিদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেন।
আব্দুল হামিদ ভারপ্রাপ্ত সভাপতি হওয়ায় আওয়ামীলীগের সভাপতি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেই সাথে মহানগর কৃষকলীগকে ঢেলে সাজাতে এবং কৃষকদের উন্নয়নে কাজ করতে রংপুরবাসীর দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।
আব্দুল হামিদ দীর্ঘদিন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি রংপুর মহানগর কৃষকলীগের প্রতিষ্ঠাতা কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে ছিলেন।
উল্লেখ্য রংপুর মহানগর কৃষকলীগের সভাপতি কামরুজ্জামান মিঠু মাহিগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হওয়ায় এই পদটি শুণ্য হয়ে যায়। পরে গঠনতন্ত্র মোতাবেক ওই শুণ্য পদে সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ কে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়