স্টাফ রিপোর্টারঃ স্বাধীনতা দিবস উপলক্ষে রংপুর শহিদ মিনার আল্পনার রঙে রাঙানো হয়েছে। রাঙানোর কাজটি রংপুর সিটি করপোরেশন এর সহযোগিতায় সম্পন্ন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ রংপুর জেলা। ২৫ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্পনার কাজ করে ভলান্টিয়াররা। এদিকে ভিডিবি রংপুর এর পক্ষ থেকে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক হায়দার আলীকে সম্মাননা, উত্তরীয় প্রদান করা হয়। ভলান্টিয়ার ফর বাংলাদেশ রংপুর জেলার ৪০ জন ভলান্টিয়ার শহিদ মিনার ছাড়াও গ্রন্থাগারের সামনে এবং বঙ্গবন্ধু চত্বরে আল্পনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভিডিবি রংপুর এর সভাপতি হামিদুর রহমান, সহ-সভাপতি নাফিসা মালিয়াত মৌন, সাধারণ সম্পাদক নুশরাত ঐশি, সদস্য জান্নাত মোহনা, সামিয়া মালিয়াত মোননসহ সকল সদস্য।