রংপুর সিটি কর্পোরেশনে আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন (দর্জি বিদ্যা) শীর্ষক প্রশিক্ষণ শুরু
স্টাফ রিপোর্টার ॥
রংপুর সিটি কর্পোরেশনে আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন (দর্জি বিদ্যা) শীর্ষক প্রশিক্ষনের শুরু হয়েছে।
গতকাল শনিবার সকালে উক্ত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
জাইকার সিটি গভারন্যান্স প্রজেক্ট (সিজিপি)এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি’র) সহযোগিতায় রংপুর সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন শাখার ব্যবস্থাপনায় এ প্রশিক্ষনের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে। এ প্রশিক্ষনে প্রায় ৩০জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু, এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী ফিরোজা কাজিম নেলি ও বিশিষ্ঠ নারী নেত্রী চায়না চৌধুরী।
অনুষ্ঠানে অন্যন্যাদের মাঝে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম ইল হক, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম ও রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং- রংপুর ২৩ এর সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবীর শান্ত প্রমূখ।