রসিক নির্বাচনে মেয়র পদে লতিফুর রহমান মিলনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু
স্টাফ রিপোর্টার॥ আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আধুনিক কৃষি ভিত্তিক শিল্পনগরী ও পরিবর্তনের অঙ্গিকার নিয়ে মেয়র পদে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন সমাজসেবক ও সংগঠক, সাবেক ছাত্রনেতা প্রকৌশলী লতিফুর রহমান মিলন। শুক্রবার কেরামতিয়া মসজিদে সমর্থক ও কর্মীদের নিয়ে জুম্মার নামাজ আদায় ও সুফি-দরবেশ শাহ কারামত আলী জৌনপুরী (রহ.) এর মাজারে দোয়া মোনাজাতের মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার শুরু করলেন তিনি। রাজনৈতিক পরিচয়ের বাহিরে, নাগরিক সমাজের ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করবেন লতিফুর রহমান মিলন।
নির্বাচনী প্রচারণা হিসেবে সমর্থক, শুভাকাঙ্খি ও কর্মীদের নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে গিয়ে শেষ হয় লতিফুর রহমান মিলনের শোডাউন। পরে সেখানে রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ড থেকে আগত সমর্থক ও কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি।
নির্বাচনী এই সমাবেশে রংপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, ও সুশীল সমাজের প্রতিনিধি অংশ নেন।
লতিফুর রহমান মিলন প্রকৌশলী হলেও ঠিকাদারীর পাশাপাশি গড়ে তোলেন ডেইরি ফার্ম। সেই ডেইরি ফার্মারীদের প্রশিক্ষণ ও উন্নয়নে গঠন করেন ডেইরি ফার্মাস এসোসিয়েশন। সেই সংগঠনের রংপুর বিভাগীয় ও জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
লতিফুর রহমান মিলন সংবাদপত্র হকার্স ইউনিয়ন ও ছাপাখান ইউনিয়ন রংপুরের প্রধান উপদেষ্টা।
সাবেক নির্যাতিত ছাত্রনেতা হিসেবে সম্প্রতি রংপুর সিটি কর্পোরেশনের ১৪ টি ওয়ার্ড নিয়ে গঠিত মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।
রাজনীতি করলেও তৃণমুলের মানুষের সাথে পাশে থেকে এবং তাদের সাথে নিয়েই উন্নয়নে এগিয়ে যেতে চান লতিফুর রহমান মিলন।