নওগাঁর ধামইরহাটে চৌকিদারের বিরুদ্ধে এক নারীকে ঘরে আটকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ওই নারী চক কাশিপুর গ্রামের মৃত খলিলুর রহমানের মেয়ে।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের লাইভে নির্যাতনের বর্ণনা দেন ওই নারী। পরে সেটি ভাইরাল হয়।
এর আগে, শুক্রবার (৮ জুলাই) আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের রিলিফ নিতে গেলে এ ঘটনা ঘটে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ফেসবুকে তিনি অভিযোগ করে বলেন, ঈদের আগে ইউনিয়ন পরিষদে রিলিফ নিতে গিয়েছিলেন তিনি। এ সময় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাকের কাছে রিলিফ দাবি করেন। রিলিফ দিতে না চাইলে কিছুটা বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই চেয়ারম্যানের নির্দেশে চৌকিদার বাবু তাকে ঘরে আটকে ফেলেন। বিবস্ত্র করে মারতে থাকেন তিনি। কিছুক্ষণ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।
এদিকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক। তবে তার দাবি, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। গ্রাম পুলিশই এসবের জন্য দায়ী। আজ ঘটনা জানার পর সকল মেম্বারদের ডেকেছেন। আলোচনা সাপেক্ষে এটি সমাধান করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, ঘটনাটি লোকমুখে শুনেছেন তিনি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।