মুনতাদির আহমেদ সিয়াম,(স্পোর্টস ডেস্ক):
আজ ১১ই ডিসেম্বর বঙ্গবন্ধু জেলা চ্যাম্পিয়নশিপ ২০২১ এর ২য় রাউন্ডের কাপ পর্বের খেলায় হোম ম্যাচে মুখোমুখি হয় রংপুর জেলা ফুটবল দল বনাম লালমনিহাট জেলা ফুটবল দল। উক্ত খেলায় রংপুর জেলা দল ৫-০ গোলে লালমনিহাট জেলা দলকে পরাজিত করে।
রংপুর স্টেডিয়ামে খেলায় প্রথম থেকেই রংপুর জেলা টিম পাসিং ফুটবল খেলে নিজেরদের পজিশন রেখে এট্যাকে যায়।নিজেদের মধ্যে বলের আদান প্রদান করে দারুণ খেলা উপহার দেয় দর্শকদের। এসময় লালমনিহাট জেলা দল বল দখলের জন্য খুবই চেষ্টা করে। খেলায় প্রথম গোল করে লীড এনে দেন রংপুর জেলা দলের ডিফেন্ডার মানিক। তার কিছুক্ষন পরেই বিপক্ষ দলের খেলা এলোমেলো হয়ে যায়। লালমনিহাট জেলা দল গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠে। এর পর রংপুর জেলা দলের পক্ষে গোল করেন পলাশ,মামুন,আরিফ এবং আজিজ ১টি করে গোল করে। এতে প্রায় কোণঠাসা হয়ে পরাজয় বরণ করে লালমনিহাট জেলা ফুটবল দল।
পরবর্তী রংপুর জেলার এ্যাওয়ে ম্যাচ ১৮ তারিখ বেলা ২ঃ৩০ মিনিটে লালমনিহাট জেলা স্টেডিয়ামে হবে।