সাংবাদিক ফুয়াদ হাসানের মায়ের ইন্তেকাল
স্টাফ রিপোর্টার॥ রংপুরের মাছরাঙ্গা টিভি’র ভিডিও জার্নালিস্ট, সিটি প্রেসক্লাব রংপুরের প্রচার সম্পাদক ও টিসিএ সদস্য ফুয়াদ হাসানের মাতা ফরিদা পারভীন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। গত শুক্রবার রাত ১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্বামী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর কেরানীপাড়া জামে মসজিদে জানাযার নামাজ শেষে মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়। ফুয়াদ হাসানের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সিটি রংপুরের সভাপতি স্বপন চৌধুরী, সহ-সভাপতি জুয়েল আহমেদ, এস এম খলিল বাবু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবনসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।