স্টাফ রিপোর্টারঃ রংপুরে সিটি মেয়র বিভাগীয় কারাতে চ্যাম্পিয়নশীপ ২০২১ উদ্বোধন হয়েছে। বুধবার(৩১ মার্চ) সকালে রংপুর জিমনেসিয়ামে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, সিতো-রিউ কারাতে স্কুলের রজতজয়ন্তী ও ইয়োগা জোনের যুগপুর্তিতে এ আয়োজন করা হয়।
সিটি মেয়র বিভাগীয় কারাতে চ্যাম্পিয়নশীপ ২০২১ এর উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশন এর মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, বিসিবি পরিচালক ও রংপুর জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ারুল ইসলাম, রংপুর গ্রুপের ডিএমডি আশরাফুল আলম আল আমিন, কারাতে-জুডো, বক্সিং আহবায়ক ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য রফিকুল আলম, রংপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য তানবীর হোসেন আশরাফী, দেশ প্রোপাট্রি সত্বাধিকারী এম এ মালেক। সভাপতিত্ব করেন সিতো-রিউ কারাতে স্কুলের সভাপতি শহিদুল ইসলাম। সার্বিক তত্বাবধানে ছিলেন সিতো-রিউ কারাতে স্কুলের সাধারণ সম্পাদক ও ব্লাকবেল্ট ৪র্থ ড্যান সেনসি এবি বাবেল। সিতো-রিউ কারাতে স্কুল ও ইয়োগা জোন আয়োজিত সিটি মেয়র বিভাগীয় কারাতে চ্যাম্পিয়নশীপ ২০২১ এ পৃষ্ঠপোষকতায় রংপুর সিটি করপোরেশন ও সহযোগিতায় ছিলেন রংপুর জেলা ক্রীড়া সংস্থা।