সুশিক্ষিত আজকের প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ………. আওয়ামী লীগ নেতা সফি
স্টাফ রিপোর্টারঃ রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি বলেন, সুশিক্ষিত আজকের প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। তারা সুনাগরিক হয়ে এই সমাজ ও দেশের নেতৃত্ব দিবে। এজন্য আজকের প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় সামাজিক ও সাংস্কৃতিক শিক্ষা গ্রহণ করতে হবে। সমাজ ও দেশকে আলোকিত করতে দায়িত্ব নিতে হবে। তরুণ প্রজন্মকে গড়ে তুলতে সমাজের সুশীল নেতৃবৃন্দ কে এগিয়ে আসতে হবে। শনিবার বিকেলে রংপুর নগরীর ৮ নং ওয়ার্ড হাজীর বাজার তাওহিদা স্কুল এন্ড কলেজের ৪ ( বছর) বর্ষ পুর্তি উদযাপন উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি ধর্ম ব্যবসায়ীদের রুখে দিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মানিক মাষ্টার, রংপুর মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক হাসানুজ্জামান নান্নু, রংপুর মহানগর মৎস্যজীবি লীগের সভাপতি মোস্তাফিজার রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।