স্টাফ রিপোর্টারঃ তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে হাঁড়িভাঙ্গা কাটার্স দলকে ১ উইকেট এ হারিয়ে সেমিফাইনালে উঠল তাজহাট ওয়ারিয়র্স। রংপুর জেলা কালেক্ট্ররেট ক্রিকেট গার্ডেনে ৫ হাজারের অধিক দর্শক এর করতালি ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে সেমিফাইনালে উঠলো তাজহাট ওয়ারিয়র্স। মুজিব শতবর্ষ উপলক্ষে মেয়র কাপ টি টুয়েন্টি টুর্ণামেন্ট এ আজকের (১৫ জানুয়ারি) খেলা উপভোগ করেন রংপুর সিটি করপোরেশন এর মেয়র মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা, রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, বিসিবি পরিচালক ও জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এড.আনোয়ারুল ইসলামসহ অনেক ক্রীড়ামোদি। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার বিতরণ পরিচালনা করেন কোয়াব রংপুরের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র কাপ টি টুয়েন্টি এর পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য আবদুল্লা হামীম।