**রংপুর নাগরিক সমাজ(RNS) সংগঠনের নিউজ পোর্টাল rnsnews24.com এ স্বাগতম।  *** প্রতিনিধি নিয়োগ*** রংপুর বিভাগের সকল জেলা ও রংপুর জেলার সকল উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগ- 01722-882770 ।  *** সবার আগে নির্ভুল সংবাদ পেতে নিয়মিত ভিজিট করুন।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে খুলনায় দেশীয় তামাক চাষীদের মানববন্ধন   রংপুরে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শতাধিক চিকিৎসক নিয়ে ডক্টরস নাইট অনুষ্ঠিত জাতীয় বডি বিল্ডিংয়ে মিষ্টার বাংলাদেশ কে এই রংপুরের আহসানুল হক রংপুরে দুই পুলিশ কর্মকর্তার নেতৃত্বে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ রংপুর সিটি নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী ডালিয়া উঠান বৈঠক অনুষ্ঠিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হাজ্জাজের বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী কেন্দ্রীয় অনুমোদন পেল সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা কমিটি জাল দলিল করে জমি আত্মসাৎ করার ঘটনায় লিপি খান-শিমুল ভরসাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা রংপুরে বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে বিশেষ আলোচনা রসিক স্বতন্ত্র মেয়র প্রার্থী মিলনের নির্বাচনী ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন
স্বপ্নার জন্য নারী ফুটবলাদের গ্রাম সদ্যপুস্কুরিনীতে আনন্দের ঢেউ 

স্বপ্নার জন্য নারী ফুটবলাদের গ্রাম সদ্যপুস্কুরিনীতে আনন্দের ঢেউ 

স্বপ্নার জন্য নারী ফুটবলাদের গ্রাম সদ্যপুস্কুরিনীতে আনন্দের ঢেউ 

সিরাত জাহান স্বপ্নার জন্য রংপুর বাসি গর্বিত। আনন্দের ঢেউ বইছে নারী ফুটবলাদের গ্রাম সদ্যপুস্কুরিনীতেও। সোমবার(১৯ সেপ্টেম্বর) নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এই চ্যাম্পিয়ন দলে ছিলো রংপুরের নারী ফুটবলাদের গ্রাম সদ্যপুস্কুরিনীর সিরাত জাহান স্বপ্না। টুর্ণামেন্টে করেছে ৪ গোল। তার অংশগ্রহণে বাংলাদেশ চাম্পিয়ন হওয়ায় পুরো রংপুর জেলায় বইছে আনন্দের ঢেউ। খেলা শেষ হওয়ার পরপরই এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিরাত জাহান স্বপ্নার ছবি দিয়ে পোস্ট দিয়েছে রংপুরের ফুটবলপ্রেমীরা। ভারতের ম্যাচে স্বপ্না দুটি গোল করেছিল। অথচ দারিদ্র জয় করা রংপুরের পালিচড়ার এই মেয়ে আজ সাফ ফুটবলের চ্যাম্পিয়নশিপের মুকুটটা অর্জনে ভুমিকা রাখলো। স্বপ্নার বাবা একজন বর্গাচাষী। একসময় তাদের মাথা গোঁজার ঠাঁই ছিল না। ভাঙ্গাঘরে যেন চাঁদের আলো। সিরাত জাহান স্বপ্নার বাড়ি রংপুর সদরের সদ্যপুস্কুরিনী পালিচড়ার জয়রাম গ্রামে। স্বপ্নার পিতা মোকছার আলী মা লিপি বেগম।

স্বপ্না সদ্যপুস্কুরিনী পালিচড়া ফুটবল দলের খেলোয়াড়। সিরাত জাহান স্বপ্না ২০১৩ সালে জাতীয় দলের ক্যাম্পে ডাক পায়, সেই থেকে এখন পর্যন্ত জাতীয় দলে খেলছেন। স্বপ্নার কোচ মিলন খান জানান, সিরাত জাহান স্বপ্না অত্যন্ত মেধাবী খেলোয়াড়। সে দরিদ্র পরিবার থেকে উঠে আসছে। ২০১৩ সালে জাতীয় দলের ক্যাম্পে ডাক পায়, সেই থেকে এখন পর্যন্ত জাতীয় দলে খেলছেন এবং এই সাফ নারী চ্যাম্পিয়নশিপে ৪ গোল করে দেশের জয়ে ভুমিকা রেখেছে। আমি কোচ হিসেবে গর্বিত এবং আনন্দিত। সিরাত জাহান স্বপ্নার বাবা মোকছার আলী জানান, বিশ্বাস ছিল মেয়েরা ভালো কিছু করবে। আমি আমার মেয়ের জন্য সত্যি গর্বিত। আমাদের গ্রামসহ রংপুরবাসী খুশি। এটা আমাদের মতো গরিব পরিবারের জন্য বিরাট কিছু। আমার ভালো লাগছে আমার মেয়ে দেশের খেলছে, ভালো খেলে রংপুরের মুখ উজ্জ্বল করছে। এসময় আবেগাপ্লুত হয়ে যান, এবং মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান তুহিন জানান, আজকে আমাদের জেলার স্বপ্না সাফ নারী চ্যাম্পিয়নশীপে খেলছেন, এরা সত্যি রংপুরবাসীর জন্য গর্বের। স্বপ্নাকে নিয়ে গর্ববোধ করছি। আমি আশা করছি সে আরও অনেক দূর এগিয়ে যাবে। সেই সঙ্গে বিশ্বের বুকে বাংলাদেশের মান আরও সম্মুন্নত রাখবে।

রংপুর জেলা প্রশাসক আসিব আহসান  জানান, আমরা রংপুর বাসী সিরাত জাহান স্বপ্নার জন্য গর্ববোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী তাদের জন্য সদ্যপুস্কুরিনী পালিচড়ায় একটা মিনি স্টেডিয়াম নির্মাণ করে দিয়েছে। নারী ফুটবলারের গ্রাম সদ্যপুস্কুরিনী আমাদের রংপুরকে গর্বিত করেছে।

সংবাদটি সবাইকে জানাতে আপনার স্যোস্যাল অ্যাকাউন্ট দিয়ে শেয়ার করুন




©২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত। আর এন এস নিউজ ২৪.কম।