৫৩০ জনকে একবেলা খাবার দিলেন ডু নেশন
স্টাফ রিপোর্টারঃ আজ পবিত্র আশুরা উপলক্ষে জুম্মার নামাজের পর ৫৩০ জন বিপদাপন্ন মানুষের মাঝে একবেলা খাবার বিতরণ করেছেন ফেইসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ডু নেশন। ইয়ং স্টার ক্লাবের আয়োজনে ও সারাবাংলা’৮৮ র সার্বিক তত্ত্বাবধানে এই খাবার বিতরণ করা হয়। পবিত্র আশুরা, করোনার হাত থেকে রক্ষা পাওয়া ও করোনায় মৃত ব্যক্তিদের জন্য মোনাজাত করা হয়।
এ সময় ইয়ং স্টার ক্লাবের সহসভাপতি, সম্পাদক ও সারাবাংলা’৮৮ র জেলা সমন্বয়ক সহ অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য করেছেন ফেইসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ডু নেশন করোনার শুরু থেকেই মানুষের পাশে দাড়িয়েছেন। খাদ্য সামগ্রীসহ অন্যান্য সহযোগিতা করে আসছেন।