পীরগঞ্জের ঘটনায় দিনাজপুর থেকে ২ জন আটক
স্টাফ রিপোর্টার॥ ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে রংপুর পীরগঞ্জের মাঝি পাড়ার সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন দেয়ার ঘটনায় দিনাজপুর জেলা থেকে দিবাগত রাতে ২ জন যুবককে কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলার সহকারী পুলিশ সুপার ডি সার্কেল কামরুজামান। বর্তমানে আটককৃত ২ জন পীরগঞ্জ থানায় পুলিশের হেফাজতে রয়েছে। এদিকে পীরগঞ্জের আগুন দেয়ার ঘটনায় এ পর্যন্ত গ্রেফতার হয়েছে পোষ্ট দাতাসহ ৪৪ জন।
উল্লেখ্য ১৭ অক্টোবর রাতে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে রংপুর পীরগঞ্জের মাঝি পাড়ার সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন দেয় একদল আগুন সন্ত্রাসী।