ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে রংপুরে প্রেস কনফারেন্স
স্টাফ রিপোর্টারঃ “ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে পালিত হচ্ছে ভূমি সেবা সপ্তাহ।
সোমবার(২৩ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে রংপুরে প্রেসকনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। প্রেসকনফারেন্সে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা, সম্মানিত অতিথি ভূমি সংস্কার বোর্ডের উপ ভূমি সংস্কার কমিশনার রেজাউল কবীর। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এ ডব্লিউ এম রায়হান শাহ। সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।
এর আগে ২২ মে রোববার সদর উপজেলা রংপুর ভূমি অফিসে “ভূমি সেবা সপ্তাহ” এর উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞা। রংপুরের কর্মরত সাংবাদিকগণ প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন।
রংপুর জেলায় অনলাইনে হোল্ডিং আপলোড কার্যক্রম রয়েছে। জেলায় ৮ লাখ ৪১ হাজার ৭০৭ টি আপলোড যোগ্য হোল্ডিং। এর মধ্যে ইতিমধ্যে ৭ লাখ ৭৮ হাজার ৬৫৪ টি হোল্ডিং আপলোড হয়েছে। অবশিষ্ট হোল্ডিং আপলোড চলমান রয়েছে।
এছাড়াও ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে রংপুর জেলার ১০০ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে কবুলিয়ত দলিল, নামজারি খতিয়ান ও ডিসিআর হস্ততান্তর করা হয়। ১ হাজার ৩০০ জন সেবাগ্রহীতার মাঝে রেকর্ডরুমের খতিয়ান বিতরণসহ ২৭ জন সেবাগ্রহীতার মাঝে অর্পিত সম্পত্তির লীজ নবায়নের ডিসিআর বিতরণ, ১১২ জনের মাঝে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে ৭ কোটি ৮ লাখ ৯ হাজার ৭৫৭ টাকার চেক বিতরণ করা হয়।
উল্লেখ্য ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত জেলায় এ ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে।