রংপুর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন মিলন
স্টাফ রিপোর্টার॥ রংপুর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুন্নবী চৌধুরী মিলন। ২৩ জুলাই যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি (দপ্তরের দায়িত্বে) কামরুজ্জামানব দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নুরুন্নবী চৌধুরী মিলন চলতি কমিটির প্রথম সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। রংপুর মহানগর যুবদলের সভাপতি এডভোকেট মাহফুজ উন নবী ডন মহানগর বিএনপির সদস্য সচিব নির্বাচিত হওয়ায় তাকে এ দায়িত্ব দেয়া হয়। ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বপ্রাপ্ত মিলন বলেন, দল আমার ওপর যে আস্থা রেখেছে তা শেষ রক্তবিন্দু দিয়ে পালন করে যাব। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রংপুর মহানগর যুবদল সামনে থেকে নেতৃত্ব দিবে বলেও জানান তিনি।