মেডিকেল শিক্ষার্থী অনন্যার পাশে রংপুর জেলা প্রশাসন
রংপুরঃ কিডনী রোগে আক্রান্ত রংপুর মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী অনন্যা ইয়াসমীনের পাশে দাঁড়িয়েছেন রংপুর জেলা প্রশাসন।
অনন্যা ইয়াসমীন দীর্ঘস্থায়ী কিডনি রোগ পর্যায়-৫ (Chronic Kidney Disease-Stage 5) রোগে আক্রান্ত। সে
রংপুর মেডিকেল কলেজের ৫ম বর্ষের মেধাবী শিক্ষার্থী।
রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান এর পক্ষে অনন্যা ইয়াসমীন এর চিকিৎসার জন্য সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার ৫০ হাজার টাকার চেক ওই শিক্ষার্থীর পরিবারের কাছে হস্তান্তর করেন। এসময় রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ বিমল চন্দ্র রায় এবং অনন্যা ইয়াসমিনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আসিব আহসান বলেন, অনন্যা ইয়াসমীন খুবই মেধাবী শিক্ষার্থী। তার অসুস্থতার কথা জানতে পেরে আমরা ৫০ হাজার টাকা দিয়েছি। আমরা ওই শিক্ষার্থীর পাশে আছি।