রংপুরে জলবায়ু পরিবর্তন বাস্তুচ্যুতি অভিবাসন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ রংপুরে জলবায়ু পরিবর্তন বাস্তুচ্যুতি এবং অভিবাসন বিষয়ক বহু-অংশীজনের বিভাগীয় পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আরডিআরএস হলরুমে ককাস আয়োজিত সংলাপে প্রধান অতিথি ছিলেন ককাস চেয়ারম্যান, সংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী। ককাস এর কো-চেয়ারম্যান ও সাবেক এমপি এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আহসান আদিলুর রহমান, সাবেক এমপি সেলিনা জাহান, স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক ইব্রাহিম খান, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ছাফিয়া খানম, বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ হারুন অর রশীদ। সঞ্চালনা করেন ওআরবি’র চেয়ারম্যান সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অধিবাসী অধিকার ফোরামের নাজমুল আহসান। সংলাপে জলবায়ু পরিবর্তনের সাথে পরিকল্পনার মাধ্যমে আমরা খাপ খাইয়ে নিতে না পারলে আমরা খুবই সমস্যার সম্মুখীন হতে হবে বলে বক্তারা জানান। এতে জলবায়ু পরিবর্তন বাস্তুচ্যুতি এবং অভিবাসন বিষয়ক গঠনমূলক আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়।