রংপুরে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শতাধিক চিকিৎসক নিয়ে ডক্টরস নাইট অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥
জমকালো আয়োজনের মধ্যদিয়ে প্রাইম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল রংপুরে ডক্টরস নাইট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। প্রাইম মেডিকেল কলেজ হলরুমে এ ডক্টরস নাইট অনুষ্ঠিত হয়। ডক্টরস নাইট অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিকে গ্রুপ ঢাকার সিএও কর্ণেল (অবঃ) আলমাস রাইসুল গনি, বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাঃ নওয়াজেস ফরিদ, বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাঃ এম এ কাইউম, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ এম এ ওয়াহেদ, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ বিমল কুমার রায়, সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আব্দুর রউফ, রংপুর বিভাগ (স্বাস্থ্য) সাবেক পরিচালক ডাঃ রেজাউল করিম, প্রাইম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ নুর ইসলাম, প্রাইম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল রংপুরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ মোঃ গোলাম রসুল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রাইম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল রংপুরের পরিচালক (ফিন্যান্স এন্ড একাউন্টস) দেলোয়ার হোসেন, পরিচালক(কর্পোরেট এ্যাফেয়াস) শরিফুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (এইচ আর এন্ড এডমিন) মেজর (অবঃ) হারুন অর রশীদ, প্রাইম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল রংপুরের সাবেক পরিচালক ডাঃ আব্দুল কাদের খাঁনসহ অন্যান্য ডাক্তার ও কর্মকর্তাগণ।
রংপুর মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, আর্মি মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজসহ রংপুরের প্রায় ৬ শতাধিক ডাক্তারদের উপস্থিতিতে রকমারী পিঠা উৎসবের মধ্যদিয়ে এ ডক্টরস নাইট ২০২৩ এর অনুষ্ঠান শুরু হয়।
ডক্টরস নাইটে ক্লোজ আপ তারকা বাপ্পি, ভাওয়াইয়ার বিখ্যাত শিল্পী রনজিত কুমার রায়, শিমুসহ অন্যান্য শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র।
উল্লেখ্য প্রাইম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল রংপুর টিকে গ্রুপ ঢাকার একটি প্রতিষ্ঠান। টিকে গ্রুপ এর মোট ৪৫ টি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রায় ৫০ হাজারের অধিক কর্মকর্তা কর্মচারী কর্মরত।