রংপুরে মৎস্যজীবি লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
স্টাফ রিপোর্টার॥
নানা আয়োজনের মধ্যদিয়ে রংপুরে সংগ্রাম, অর্জন ও গৌরবের পথচলার বাংলাদেশে আওয়ামী মৎস্যজীবি লীগের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, কেক কাটা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেছেন রংপুর জেলা আওয়ামীলী মৎসজীবি লীগ।
রোববার(২২ মে) দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাউনহল থেকে বের হয় একটি বর্ণাঢ্য র্যালী। র্যালী শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী মৎসজীবি লীগের সদস্য সচিব নজরুল হক, যুগ্ম আহবায়ক তারেকুজ্জামান তারেকসহ অন্যান্য নেতৃবৃন্দ। সবশেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় নেতাকর্মীদের নিয়ে।