রামবা’র জরুরী সভা অনুষ্ঠিত
রংপুর মিউজিক্যাল ব্যান্ডস্ এসোসিয়েশন (রামবা)’র জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(৩১ জুলাই) সন্ধ্যায় সংগঠনের সভাপতি মুহাম্মদ জহির আলম নয়ন এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুর আলম বাবু’র সঞ্চালনায় জরুরী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামবা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অজয় নাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ শরীফ, নির্বাহী উপদেষ্টা মোঃ রাশেদুজ্জামান রাশেদ। এছাড়াও উপস্থিত ছিলেন রামবা’র কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ মামুন পারভেজ, সহ সভাপতি মোঃ তামজিদ পারভেজ বাদল, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক মাসুম, মোঃ হৃদয় আহমেদ নয়ন, দপ্তর সম্পাদক মোঃ সাব্বির হোসেন পরাগ, ক্রীড়া সম্পাদক নয়ন সাদ্দাম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ সোহাগ রহমত, সমাজসেবা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ আলামিন গগন, পাঠাগার সম্পাদক মীর আব্দুল্লাহ আল মামুন পান্না, সদস্য রতন কুমার বর্মন, প্রিন্স বাবু, সবুজ সহ প্রমুখ। উক্ত জরুরী সভায় “রামবা মিউজিক ফেস্ট” ও “রামবা ব্যান্ড সার্চ” এর আয়-ব্যয়ের হিসেব পেশ করা হয় এবং সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং ব্যান্ড সার্চ সফল করায় উপ-কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে ব্যান্ড সার্চ উপ-কমিটিটি বিলুপ্ত ঘোষনা করেন সভার সভাপতি। সভায় সর্বসম্মতিক্রমে রামবা ব্যান্ড সার্চের বিজয়ী ১৬ জন সলো শিল্পীদের নিয়ে আগামী ১৬ সেপ্টেম্বর রংপুর টাউনহলে “রামবা মিউজিক ফেস্ট-২” অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং অনুষ্ঠান সফল করার জন্য একটি উপ-কমিটি করা হয়। রামবা’র সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত উপ- কমিটির আহবায়ক হিসেবে মোঃ তামজিদ পারভেজ বাদল, সদস্য সচিব মোঃ নুর আলম বাবু, সদস্য মোঃ আজিজুল হক মাসুম, মোঃ হৃদয় আহমেদ নয়ন, মোঃ সাব্বির হোসেন পরাগ, মীর আব্দুল্লাহ আল মামুন পান্না, মোঃ আলামিন গগন, সুজয়, মোঃ ফেরদৌস বাপ্পী, মোঃ আলমগীর কে দায়িত্ব দেয়া হয়। আগামী অক্টোবর মাসে বিজয়ী সব ব্যান্ডদেরকে নিয়ে আরেকটি কনসার্ট আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।