জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম. কাদের এমপি বলেছেন, দেশের রেলপথ নিরাপদ করতে এখনই প্রয়োজনীয় উদ্যোগ নেয়া জরুরি হয়ে পড়েছে।
আজ শনিবার (৩০ জুলাই) এক বিবৃতিতে তিনি আরো বলেন, দেশের রেলক্রসিং যেন মরণ ফাঁদ। সারাবিশে^ রেলপথে যাতায়াত নিরাপদ হিসেবে বিবেচিত হলেও বাংলাদেশে রেলপথ নিরাপদ হয়নি। অরক্ষিত রেলক্রসিং-এ পাহারাদার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আধুনিক যুগে রেলপথের দুর্ঘটনা রোধে এবং রেল বিভাগের অবহেলা ও অব্যবস্থাপনা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া নিতে হবে।