আওয়ামী লীগ নেতা বাদলের মায়ের ইন্তেকাল
স্টাফ রিপোর্টারঃ রংপুর মহানগর আওয়ামী লীগ সদস্য ও ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস বাদল এর মা আলহাজ্ব উম্মে কুলছুম নেছা ৫ জুলা রাত সাড়ে ১০ টায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়ছিলো ৮৮ বছর। তিনি ৬ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেলেন।
মরহুমার আজ ৬ জুলাই বাদ জোহর নীলকন্ঠ বড় মসজিদে প্রথম জানাযা পরে হাজিপাড়ায় বিকেল ৩ টায় ২য় জানাযা শেষে হাজিপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পুর্ণ করা হবে।
উল্লেখ্য আলহাজ্ব উম্মে কুলছুম নেছা বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের,
রঙ্গপুর নাট্যধারার চেয়ারম্যান আবদুল কাইয়ুম খান ও শিখা সংসদের সাধারণ সম্পাদক আবদুল মালেক, রংপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আবু ছালেক মোঃ লিটনের মাতা।
শোকঃ
আলহাজ্ব উম্মে কুলছুম নেছার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, শিখা সংসদ রংপুরের সভাপতি বিপ্লব প্রসাদ, মৌচাক পরিবার এর পক্ষে প্রধান উপদেষ্টা রেজাউল করিম মুকুল, সম্পাদক রেজাউল করিম জীবন, রংপুর নাট্যকেন্দ্র ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান রংপুর বিভাগের পক্ষে রাজ্জাক মুরাদসহ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।