ডেস্ক রিপোর্ট
বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে শুক্রবার (২১ আগস্ট) থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু। সে হিসেবে আগামী ৩০ আগস্ট রোববার সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী।