ছাত্রলীগ
আলামিন
আমি ছাত্রলীগ করি বলে
তোমার কেন এতো জ্বলে….
শিক্ষা শান্তি প্রগতির পথে মোরা মুজিবের সৈনিক।
তাইতো সুবিধাবাদির বুকে আগুন জ্বলে ধীক বি ধীক।
১৯৪৮ সালে জন্মলগ্ন থেকে মানুষের পাশে রয়েছি মোরা নিজের জীবন বিসর্জন দিয়ে।
তাইতো কিছু আমলার বুকে এখনো আগুন জ্বলে।
করোনা কালীন সময়ে জীবনের মায়া ত্যাগ করে হাসু আপার নিদের্শে
ঘরে ঘরে খাবার দিয়েছি মোরা তুলে।
এটা দেখে বিরোধী দলের লোকজন এখনো জ্বলে।
ছাত্রলীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিব তাইতো গর্ব করে বলি
আমরাই বাংলাদেশ ছাত্রলীগ।
তোমার জ্বলে জ্বলুক আমি সব সময় দোয়া করি আমার প্রানের সংগঠন চিরকাল ভালো থাকুক।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু….