ডেস্ক নিউজঃ
ইরানে অভিনব পন্থায় শিশুদের ক্লাস করানো হচ্ছে। ক্লাসরুমে প্রত্যেক শিশুকে আলাদা তাঁবু দেওয়া হয়েছে। ক্লাসরুমের মেঝেতেই পাতা হয়েছে তাঁবু। তাঁবুর চারদিক স্বচ্ছ প্লাস্টিক দিয়ে ঘেরা। এর মধ্যে বসে ক্লাস করছে শিশুরা। মাস্ক ছাড়া তাঁবুতে বসে শিক্ষকদের কথা শুনছেন শিক্ষার্থীরা।
কোভিড-১৯–এর কারণে খুদে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া অনেক দিন ধরেই বন্ধ। কোনো কোনো দেশে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলছে। আবার কোনো কোনো দেশ স্কুল খোলার পর করোনা সংক্রমণের কারণে বন্ধও করে দিয়েছে। কিন্তু স্কুলে ক্লাস করার ক্ষেত্রে ইরান অভিনব ও অদ্ভুত উদ্যোগ নিয়েছে। যদিও ইরানের উদ্যোগ নিয়ে আলোচনা–সমালোচনা হচ্ছে।
করোনার কারণে প্রায় সাত মাস ধরে বন্ধ ছিল ইরানের স্কুলগুলো। নিউ নরমাল জীবনে ৫ সেপ্টেম্বর থেকে স্কুল খোলা হয়েছে। এর মধ্য দিয়ে দেশটির দেড় কোটি শিক্ষার্থী আবার ক্লাসে ফিরেছে।