ঈদে কর্মীদের পাশে এডভোকেট রেজাউল করিম রাজু
স্টাফ রিপোর্টারঃ করোনা মহামারীর এই সংকটকালীন সময় ও ঈদ উল আযহায়
কর্মীদের আর্থিক সহযোগিতা করে পাশে দাঁড়ালেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু। সোমবার রাতে রংপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কর্মীদের মাঝে নগদ অর্থ তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তালহা মোঃ বিপ্লব, দপ্তর সম্পাদক আমিন সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান তুহিন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এরশাদুল হক রঞ্জু, উপ দপ্তর সম্পাদক জিন্নাত হোসেন লাবলু, সদস্য মওদুদ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।