এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে
পীরগঞ্জে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরন
সরকার বেলায়েত, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে গরীব মেধাবী নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও চারাগাছ বিতরন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মিঠিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে স্থানীয় মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয় হলরুমে আনুষ্ঠানিক ভাবে ওই বাইসাইকেল বিতরন করা হয়। জানাগেছে, স্থানীয় সরকার সহায়তা (এলজিএসপি-৩) প্রকল্পের আওতায় মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে উপজেলার মিঠিপুর ইউনিয়ন পরিষদ বর্ণিত প্রকল্পের অর্থায়নে ১০ টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন নারী শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বাইসাইকেল প্রদান করা হয়। এতে মিঠিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফারুক আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, পাঁচগাছী ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান লতিফ। এ সময় মিঠিপুর ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুল ইসলাম, শাহজাহান আলী, মহিলা সদস্যা মাসুমা আক্তার প্রমুখসহ সাংবাদিকগন,সুধীবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।