এসএসসির প্রশ্নফাঁসের ঘটনা সন্দেহে দিনাজপুর বোর্ডের চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত
চলমান এসএসসির পরিক্ষা প্রশ্নপ্রত্র ফাঁসের ঘটনা সন্দেহে চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে চলমান এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠে। এ ঘটনায় জড়িত সন্দেহে কেন্দ্র সচিব ও দুই সহকারী শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
তবে অনিবার্য কারণ দেখিয়ে গণিত, পদার্থ, রসায়ন এবং কৃষি বিজ্ঞান বিষয়ে পরীক্ষা স্থগিত করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড। তবে স্থগিত বিষয় ব্যতিত অন্য বিষয়ে যথারীতি পরিক্ষা অনুষ্ঠিত হবে।
আজ বুধবার(২১ সেপ্টেম্বর) এসএসসি পরিক্ষা ২০২২ সংক্রান্ত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম।