খবর বিজ্ঞপ্তির॥ বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগরের অন্তর্ভুক্ত ২৪ নং ওয়ার্ডের সাংগাঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মাষ্টার হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত ২০ ডিসেম্বর রাত সাড়ে ৮ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ পুত্র ১ কন্যা সন্তানসহ অসংখ্যা গুগ্রাহী রেখে গেলেন। গতকাল ২১ ডিসেম্বর মরহুমের বাদ জোহর গুপ্তপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে নুরপুর কবরস্থানে দাফন করা হয়। এদিকে ২৪ নং ওয়ার্ডের সাংগাঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মাষ্টার এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
অন্যদিকে শোক প্রকাশ করেছেন ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক নজমুল ইসলাম।